তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শীর্ষ উদীয়মান অর্থনীতির দেশগুলোর ব্রিকস জোটে বাংলাদেশের যোগদানের বিরোধিতা করে বিএনপি প্রমাণ করেছে যে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির বিরোধী।
শনিবার বিকালে চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি মহাসচিব যেভাবে এই শুভ উদ্যোগকে একটি সুবিধাবাদী পদক্ষেপ বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়।
আরও পড়ুন: রাজনৈতিককর্মী, আর সন্ত্রাসী গুলিয়ে ফেলেছেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী
অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদান আমাদের জন্য ভালো নয় বলে শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রশ্নের জবাবে হাসান বলেন, ব্রাজিলের জোট 'ব্রিকস'-এর উদীয়মান অর্থনৈতিক শক্তিকে সবাই সম্মান করে। রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা।’
তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু এতে যোগদানের ইচ্ছাই প্রকাশ করেনি, বরং উদীয়মান অর্থনীতি হিসেবে বাংলাদেশকে ব্রিকসে যোগদানের আহ্বান জানিয়েছে।’
আরও পড়ুন: বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ: শিক্ষামন্ত্রী
হাছান বলেন, ‘এটা সম্মানের এবং স্বীকৃতির বিষয় যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উদীয়মান অর্থনীতি। সেখানে যোগ দিলে বাংলাদেশের জন্য বহুমাত্রিক সুবিধা হবে। কিন্তু মির্জা ফখুল এটা চান না।’
জাতীয় নির্বাচন নিয়ে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের তৎপরতা কীভাবে দেখছেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নির্বাচন হবে, ভোটাররা ঠিক করবেন তারা কাকে ভোট দেবেন। তাই আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি না। যারা ভূরাজনীতির সঙ্গে জড়িত তারা করছে।’
তথ্যমন্ত্রী বলেন, ভোট নির্বাচন কমিশনের অধীনে হবে এবং সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা দেবে।
আরও পড়ুন: বিএনপি এবার প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে: তথ্যমন্ত্রী