বুধবার সকালে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প ‘গড়াই নদী বধ্যভুমি কুষ্টিয়ার’ ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, সিটি নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। কারণ ইভিএমে জালিয়াতি করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতিবাচক প্রচারণার কারণেই ভোটার উপস্থিতি কম হয়েছে। এই ভোটকে তারা আন্দোলন হিসেবে নিয়েছে। আর এ কারণেই সাধারণ মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলে। নতুন করে এই ভোট নিয়ে বিতর্ক করার কোনো মানে হয় না। যাদের কোনো কাজ নেই, সমাজে অবস্থান নেই তারা শুধুমাত্র মিডিয়ায় জীবিত থাকতে এসবকে ইস্যু বানাচ্ছেন।’
খালেদা জিয়ার মুক্তি ও এ বিষয়ে বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অকারণে তাকে কারাগারে রাখা হয়নি। বেগম জিয়া যদি মুক্তি চান তবে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তবেই মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করবেন। উনি যদি বিদেশে চিকিৎসা নিতে চান, মেডিকেল বোর্ড যদি সেটা চায় তাহলে প্যারোলে মুক্তিরও বিধান আছে। এসবে না গিয়ে বিএনপি আন্দোলন করার কথা বলছে। আসলে তারাই বেগম জিয়ার চিকিৎসা বা শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন নয়। এটা নিয়ে তারা রাজনীতি করছেন।’
ভোটের মতোই জনগণ বিএনপির আন্দোলনও প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেন হানিফ।
পরে বেলা ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা মতিউর রহমানসহ দলের নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।