ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ইউটিলিটি সার্ভিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ)।
রবিবার রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এলডিএ নেতারা জানান, এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।
দলটির সমন্বয়ক সাইফুল হক সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে ধর্মঘট সফল করার আহ্বান জানান। এছাড়া তিনি সরকারকে যেকোনো ধরনের উসকানি দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান।
হরতালের সমর্থনে জোটটি ইতোমধ্যে কয়েক লাখ লিফলেট বিতরণ করেছে এবং দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছে। এছাড়া দলটি ব্যাপক গণপ্রচার ও সারাদেশে সমাবেশ করেছে।
সাইফুল বলেন, ‘প্রচারণার সময় মানুষ আমাদের ধর্মঘটের ডাকে অভূতপূর্ব সাড়া দিয়েছে। দলমত নির্বিশেষে মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।’
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশ দেশের বিভিন্ন স্থানে বিনা উসকানিতে তাদের প্রচারণায় বাধা দেয় এবং তাদের সমর্থকদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, ‘আমি আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে স্পষ্ট করে বলতে চাই, আমরা জনগণের সমর্থনে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করতে চাই। আমরা আশা করি আমাদের ধর্মঘটের সময় কেউ আমাদের উসকানি দেবে না।’
হরতাল চলাকালে কোনো ধরনের উসকানিমূলক কাজের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকার ও ক্ষমতাসীন দল দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি।
সাইফুল জানান, সকাল ৬টায় এলডিএর জ্যৈষ্ঠ নেতারা পুরানা পল্টন এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন এবং পিকেটিংয়ে যোগ দেবেন।
তিনি বলেন, ‘জনগণের সমর্থনে হরতাল সফল হবে। এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের সাধারণ মানুষ, দোকান মালিক, কর্মচারী, পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকদের এগিয়ে আসতে হবে।’
এর আগে গত ১১ মার্চ ইউটিলিটি সার্ভিস এবং ভোজ্যতেল, চাল, মসুর ডাল ও পেঁয়াজের মতো নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছিল দলটি।