রমজান মাসে নিজেদের সংযত করার পরিবর্তে বিএনপি আন্দোলন অব্যাহত রাখলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বোর্ডের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারি দলের ছত্রছায়ায় যদি কোনো অপরাধ ও অপকর্ম সংঘটিত হয় এবং সরকার যদি কাউকে ছাড় না দেয়, তাহলে বুঝতে হবে সরকার এখানে শূন্য সহিষ্ণুতা নীতি বজায় রেখেছে।
‘সে আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ যাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন। অপরাধীদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে।’
এ ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর বলেও জানান তিনি।
দ্রব্যমূল্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার অত্যন্ত সতর্ক ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ইহসানুল করিমের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
‘এমনকি বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটেও এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বিএনপির আমলে এমনটা ঘটেনি। তারা শুধু দাম বাড়াতে পারে।’
ওবায়দুল কাদের বলেন, গতবারের মতো এবারও রমজানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার মাহফিল হবে না। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও সাধারণ মানুষের মধ্যে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের