মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে রবিবার জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে আবারও দলের কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দায়িত্ব দিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/এ ধারা অনুযায়ী জিএম কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙ্গাকে সরিয়ে দেয়ার কারণ জানানো হয়নি।
২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ একইভাবে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন।
২০০১ সালে জাতীয় পার্টি যখন ভাঙনের মুখে পড়েছিল তখন মহাসচিবের দায়িত্ব পান হাওলাদার। তিনি টানা ১২ বছর ওই পদে ছিলেন। ২০১৪ সালের এপ্রিলে রুহুল আমিনকে সরিয়ে বাবলুকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০১৬ সালের ১৯ জানুয়ারি ফের বাবলুকে সরিয়ে ফের মহাসচিবের দায়িত্ব দেয়া হয় রুহুল আমিন হাওলাদারকে।