ঢাকা বিভাগীয় ‘তারণ্যের জয়যাত্রা’ সমাবেশ আগামী সোমবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে।
রাজধানীর সাবেক বাণিজ্য মেলার মাঠে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন) এই সমাবেশ আয়োজন করবে যুবলীগ।
যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের ধারাবাহিকতায় আগামী সোমবার এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কোনো শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী
ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার (ভালুকা ও ত্রিশাল উপজেলা) সমন্বয়ে সমাবেশ আয়োজন করা হচ্ছে বলে জানান মাসুদ।
আরও পড়ুন: রাজধানীর সাতরাস্তা মোড়ে আ.লীগের শান্তি মিছিলের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ৷ আর সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
এছাড়া উপরিউক্ত জেলা ও মহানগরসমূহ ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য জেলায় জেলা ভিত্তিক পূর্ব ঘোষিত তারিখে (২২ জুলাই) ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের চেয়ারম্যান ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে জেলা ও মহানগরকে আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা ও মহানগরকে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিতে বলেন।
আরও পড়ুন: নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা