আরও তিন দিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত করেছে বিএনপির চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি।
সোমবার (১ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি বর্ধিত করার ঘোষণা দেন। ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা না করতে জনসমর্থন আদায়ের লক্ষ্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
তিনি বলেন, ‘সারাদেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলো আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।’
বিরোধী দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান রিজভী।
এর আগে শনিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মেয়াদ সোমবার পর্যন্ত বাড়ানো হয়।
গত ২৪ ডিসেম্বর দলটি ২৬ ডিসেম্বর থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে। পরে এ কর্মসূচি ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন ডজন বিরোধী রাজনৈতিক দলসহ বিএনপি একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
গত ২৮ অক্টোবর দলের মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অনেকে আত্মগোপনে চলে যান।
তবে বিএনপি ও সমমনা দলগুলো গত ২৯ অক্টোবর থেকে ১২ দফায় ২৩ দিন এবং চার দফায় পাঁচ দিন দেশব্যাপী হরতাল পালন করে।
অবশেষে ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিরোধী দল।