বিএনপিকে জড়িয়ে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনকে সরকার ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারই এ আন্দোলন গড়ে তুলেছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আব্বাস বলেন, ‘বিএনপির কথা বলে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন অন্যদিকে নেওয়ার সুযোগ নেই। এটা তাদের (সরকার) অপকৌশল ছাড়া কিছুই নয়। মূলত কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পাঁয়তারা করছে।’
‘কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়ে সরকার অন্য কোনো অপকৌশলে বা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, আমরা সেই আশঙ্কা করছি।’
আরও পড়ুন: চলমান আন্দোলনে উসকানি দিচ্ছে বিএনপি, সরকারের এ অভিযোগ উড়িয়ে দিলেন ফখরুল
এদিন আব্বাসের নেতৃত্বে ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর বিএনপির নবগঠিত আংশিক কমিটির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যান। এরপর তারা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ মহানগর শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসনসহ দলটির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই নৃশংস শাসন থেকে দেশকে বাঁচাতে হবে।’
ঢাকা উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি, ‘বেগম খালেদা গুরুতর অসুস্থ। আমাদের নেত্রী যখন অসুস্থ, তখন সারা দেশ অসুস্থ হয়ে পড়ে। আমরা আজ এই আশা নিয়ে (জিয়াউর রহমানের) কবর জিয়ারত করছি যে, জাতি ও দেশ অসুস্থতা থেকে মুক্তি পাক।’
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিএনপি নৈতিক সমর্থন করে: ফখরুল
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতে বিএনপির কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।’
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর অংশ হিসেবে গত ৭ জুলাই ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মেট্রোপলিটন সিটি ইউনিটের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি।