কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাহমানিয়া মাইনভিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন।
আরও পড়ুন: মার্কিন ভিসানীতি নিয়ে কারো পুলকিত হওয়ার কারণ নেই: তথ্যমন্ত্রী
তিনি বলেন, 'আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনে কারচুপি করে নির্বাচন বানচাল ও 'হামিদ কারজাই' ধরনের সরকার গঠনের চেষ্টা এ দেশে কখনোই সফল হবে না।
তথ্যমন্ত্রী বলেন, '২০১৪ সালে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল এবং বলা হয়েছিল সরকার টিকবে না। আমাদের সরকার পুরো পাঁচ বছরের মেয়াদে দেশ পরিচালনা করেছে। ২০১৮ সালেও ষড়যন্ত্র হয়েছিল এবং আবারও আমরা পাঁচ বছর পূর্ণ করছি।’
আরও পড়ুন: বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, নির্বাচন নিরপেক্ষ হবে: তথ্যমন্ত্রী
তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশকে বিশ্বের খলনায়কদের হাতে তুলে দিতে যতই ষড়যন্ত্র করুক না কেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আসুক বা না আসুক, সুপ্রিম পার্টিসহ অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শুধু শমসের-তৈমুর নয় আরও অনেকেই বিএনপি থেকে চলে যাবে: তথ্যমন্ত্রী