আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খালেদার রাজনীতি করতে কোনো বাধা নেই বলে আইনমন্ত্রী আনিসুল হকের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে তার বক্তব্য সাংঘর্ষিক।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে অরাজকতা সৃষ্টির দিকে এগোচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
কাদের বলেন, বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। ‘তারা এখন পরাজিত এবং অন্ধকার দেখছে।’
বিএনপির কর্মকাণ্ডে ভণ্ডামি করার অভিযোগ তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু কর্মকাণ্ডে উল্টোটা দেখায়।
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নগরীর ওসমানী মেমোরিয়াল হলে আয়োজিত অপর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, বিএনপির সন্ত্রাস সম্পর্কে ব্যাপক জ্ঞান রয়েছে কারণ তারা রক্তপাত ও মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য দায়ী, কিন্তু এখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারাও এখন দেশে গণতন্ত্রের সমর্থনে সোচ্চার।
তিনি আরও বলেন, ‘তার দৃষ্টিতে এটি তাদের অতীত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে একটি ভণ্ডামিপূর্ণ অবস্থান। বিএনপি গণতন্ত্র বা মানবাধিকারের জন্য বিশ্বাসযোগ্য সমর্থনকারী নয়।’
রাজনীতিতে মেধাবী ব্যক্তিদের সম্পৃক্ত না হলে অযোগ্য ব্যক্তিরা আইন প্রণেতা ও মন্ত্রী হবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন কাদের।
তিনি আরও বলেন, যারা সবচেয়ে বেশি দুর্নীতি করে, তারাই সবচেয়ে বেশি নৈতিকতার কথা বলে।