তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সর্বত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তার দলের নেতাকর্মীদের বলেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ বদলে গেছে।
শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেছেন বলে পিআইডির এক প্রেস নোটে জানানো হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের রাঙ্গুনিয়া পৌরসভা ও ছয়টি ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাসান বলেন, প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী এবং গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। শুধু প্রধান সড়কই নয়, এখন বাড়ি যাওয়ার ব্যক্তিগত রাস্তাও পাকা হয়ে গেছে।
তিনি বলেন, ‘সরকারের এই সব উন্নয়ন গ্রাম, শহর, বাজার, মাঠে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, গত ১৪ বছরে রাঙ্গুনিয়াসহ সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
মন্ত্রী বলেন, ২০০৯ সালে (রাঙ্গুনিয়া থেকে) এমপি নির্বাচিত হওয়ার সময় তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। কিন্তু এখন তার নির্বাচনী এলাকার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া মুক্তি পাক: তথ্যমন্ত্রী
আগামী সাধারণ নির্বাচন আসন্ন উল্লেখ করে তিনি বলেন, করোনা, বন্যাসহ যেকোনো দুর্যোগে বিএনপিকে এক মুঠো ধান নিয়ে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তবে নির্বাচনের সময় তাদের আবারও জনগণের মাঝে দেখা যাবে বলে জানান তিনি।
হাসান বলেন, সরকার ও আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে পারলে জনগণ ‘নৌকা’ প্রতীক ছাড়া আর কাউকে ভোট দেবে না এবং শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।
সভায় স্থানীয় আ’লীগ নেতারাও বক্তব্য দেন।
আরও পড়ুন: ওয়ান ইলেভেনের কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী