দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে তাড়াশ উপজেলার কুন্দইল বাজারে হামলার এ ঘটনা ঘটেছে।
এসময় মুনজিল তালুকদার নামে নৌকার এক সমর্থককে আটক করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, সমর্থকদের নিয়ে হাটের ভেতরে ভোটারদের কাছে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও ভোট চাচ্ছিলাম। হঠাৎ নৌকার অফিস থেকে এসে হামলা চালালে আমার সমর্থক আইয়ুব আলী ও হাসানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে নৌকার প্রার্থী ডা. আব্দুল আজিজের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন দোকানে দোকানে লিফলেট দিয়ে ভোট প্রার্থনার সময় পেছন থেকে নৌকার সমর্থকরা এসে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়েছে। এসময় তাৎক্ষণিকভাবে সাখাওয়াত হোসেনকে নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়াসহ দু’পক্ষকেই শান্ত করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।