আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানাতে লাখো মানুষের ঢল নামে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসায় দলীয় নেতা-কর্মীরা জয় বাংলা স্লোগান দেওয়ার সময় আওয়ামী লীগ সভাপতি তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
এর আগে শেখ হাসিনা সিলেটে হযরত শাহজালালের (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি নাগরিকদের ভোটাধিকারের সাংবিধানিক অধিকারের ওপর জোর দেন এবং ঘোষণা দেন যে, কেউ যেন অন্যের ভোটাধিকার প্রয়োগে বাধাদান বা ক্ষতি না করে।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন।
আরও পড়ুন: লন্ডন থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করছে বিএনপি-জামায়াত: সিলেটে প্রধানমন্ত্রী