বাংলাদেশ-ভারত সীমান্তের কয়েকটি শূন্যরেখায় ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রশংসা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৩ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই প্রশংসা করেন।
রিজভী বলেন, পলাতক ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে ভারতের কাছে 'বিক্রি করে দিয়েছেন।' তিনি প্রতিবেশী দেশের কাছে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, 'আমি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। ভারত কোনোরকম আলোচনা ছাড়াই সীমান্তে জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, বিজিবি ও জনগণ প্রথমবারের মতো তা প্রতিহত করেছে।’
তিনি বলেন, শেখ হাসিনা ও তার প্রভুরা বিশ্বাস করতেন তারা সহজেই বাংলাদেশের জনগণকে বশীভূত করতে পারবেন।
বিএনপির এই নেতা আরও বলেন, দিল্লির সাউথ ব্লক কখনোই বাংলাদেশের মানুষের দেশপ্রেমের গভীরতা ও তীব্রতা বিবেচনা করেনি।
তিনি বলেন, ‘তারা ভেবেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাদের উদ্দেশ্য পূরণ হবে। কিন্তু ভারতীয় নীতি নির্ধারকরা বুঝতে পারেনি যে যাত্রাবাড়ী, উত্তরা ও গাবতলী থেকে লাখ লাখ মানুষ জেগে উঠে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে।’
রিজভী বলেন, ভারত ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই স্বাধীন দেশের সীমান্তের প্রায় ১৬০টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, কারণ শেখ হাসিনা তাদের সেই সুযোগ দিয়েছিলেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করেছে।
বিএনপির এই নেতা বলেন, ভারত ইতোমধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটারেরও বেশি বেড়া দিয়েছে, মাত্র ৮৮৫ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া বাদ রয়েছে।
বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক নিয়ম-কানুন, চুক্তি ও আলোচনা অনুযায়ী সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে যেকোনো উন্নয়ন পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করতে হবে।
তিনি বলেন, কিন্তু তারা (ভারত) এসব চুক্তি ও বিধিবিধানের কোনোটিরই তোয়াক্কা না করে লালমনিরহাট সীমান্তসহ বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
রিজভী বলেন, ভারতের এমন অন্যায় পদক্ষেপকে প্রতিহত করতে বাংলাদেশের জনগণও এবার বিজিবি সদস্যদের সঙ্গে যোগ দিয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা তার শাসনামলে এ ধরনের দৃষ্টান্ত হতে দেননি। ‘ফ্যাসিবাদ, নির্মমতা, নৃশংসতার মাধ্যমে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবক হিসেবে দেশের স্বার্থ চরিতার্থে কাজ করেছেন।’
তিনি স্মরণ করেন, শেখ হাসিনা প্রায়শই বলতেন তার দলের অনেক সদস্যকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। তিনি বলেন, 'আপনাকে (হাসিনা) আগে কেনা যাবে। ভারত আপনাকে প্রথম কিনেছে... এজন্য আপনারা ভারতকে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবকে পদদলিত করে অসম কাজ করার সুযোগ দিয়েছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হওয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কয়েকটি শূন্যরেখা এলাকায় ভারতের বেড়া নির্মাণ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
সীমান্ত সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ধরনের নির্মাণ রোধে কঠোর অবস্থান নিয়েছে এবং ইতোমধ্যে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁও ও দহগ্রামসহ পাঁচটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দিয়েছে।