বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ঐকমত্য কমিশনে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হলেও নিম্নকক্ষের পিআর প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তখন কোনো রাজনৈতিক দল নিম্নকক্ষে পিআর প্রসঙ্গে শক্ত কোনো আলাপও তোলেনি।
‘কমিশনে এ নিয়ে কোনো আলাপ না তুলে হঠাৎ করে রাজপথে পিআর নিয়ে আন্দোলনের পেছনে কারও কারও নিশ্চয়ই দূরভিসন্ধি আছে। নিম্নকক্ষে পিআর নিয়ে আসার এই আন্দোলন এবং আলোচনা কয়েকটি দলের চাপিয়ে দেয়া আলোচনা,’ বলেন সাইফুল।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মৌচাকে কসমস সেন্টারে আয়োজিত ‘ইলেকশন ২০২৬: অ্যা ক্রিটিক্যাল লুক অ্যাট প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনারে তিনি এই প্রশ্ন তোলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
দেশের মানুষ প্রচলিত ধারায় অভ্যস্ত উল্লেখ করে সাইফুল বলেন, ৭০ শতাংশ মানুষ পিআর চায়, এ ধরণের বক্তব্য বিভ্রান্তিমূলক। মানুষ রাজনৈতিক ও মানসিক অভ্যস্থতায় আগের ধারাকেই সুবিধাজনক মনে করে।
‘মানুষের মাঝে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢালাওভাবে বলা হচ্ছে ৯০’র ওপরের দেশে পিআর আছে। সেসব পিআরের ধরণ কেমন, এ নিয়ে আদৌ কোনো বিশ্লেষণ নেই,’ বলেন সাইফুল।
সংবিধান অনিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে আসার অধিকার দেয়। পিআর আসলে এই অধিকার পুরোপুরি ক্ষুন্ন হবে বলে মনে করেন সাইফুল।
‘সরকার এমনিতেই সংকটের মধ্যে আছে। পিআর নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো আর সংকট না বাড়াই,’ আহ্বান জানান সাইফুল।
গণভোট প্রসঙ্গে সাইফুল জানান, সরকারসহ অনেকে নভেম্বরে গণভোটের কথা চিন্তা করলেও এটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে এখান থেকে সরে আসা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের উপযুক্ত সময়।
‘এখন গণভোট হলে ২০-২৫ শতাংশের বেশি মানুষ ভোট দিবে না। এর কমসংখ্যক মানুষ নিয়ে জুলাই অভ্যুত্থানের সনদের স্বীকৃতি দেয়া হবে বিপদজ্জনক,’ বলেন সাইফুল।
কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনবির সম্পাদক-ইন-চিফ এনায়েতউল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া প্রমুখ।