বিএনপি ও সমমনা দলগুলো আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ এবং তাদের ‘অসহযোগ আন্দোলন’ ও জাতীয় নির্বাচন বয়কটের সমর্থনে গণসংযোগের ঘোষণা দিয়েছে।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় 'একতরফা' নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনসমর্থন অর্জনের জন্য ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ করবে বিরোধী দলগুলো।
বুধবার (২০ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে আজ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি।
রবিবার সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে একই দিন সন্ধ্যা ৬টায় শেষ হবে।
৩১ অক্টোবর থেকে এটি হবে বিরোধী দলগুলোর ডাকা ১১তম দফা অবরোধ কর্মসূচি।
আরেক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
রিজভী বলেন, বিএনপি আজ থেকে সরকারকে সহযোগিতা না করার জন্য সর্বস্তরের জনগণ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি এখন থেকে জনগণকে কর না দেওয়ার আহ্বান জানাচ্ছে।
রিজভী বলেন, ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, তা বিবেচনা করার জন্য বিএনপি দেশবাসীকে আহ্বান জানাচ্ছে।
এমনকি নিজেদের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় হাজিরা না দিতে বলেছে বিএনপি।