আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোটরসাইকেল চলাচল তিন দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না।
এছাড়া ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ভোটকেন্দ্রে ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌকা ব্যতীত) চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে।
তবে জাতীয় মহাসড়কে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
তবে অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষক এজেন্টদের অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার লাগাতে হবে।