বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল খুলনায় আসন্ন সরকারবিরোধী সমাবেশ সফল করতে নিষেধাজ্ঞা (কারফিউ) অমান্য করতেও প্রস্তুত রয়েছে।
শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় নগরী খুলনায় তাদের দলের সমাবেশকে সামনে রেখে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
বুধবার গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারা (সরকার) ময়মনসিংহে যানবাহন চলাচলও বন্ধ করেছে, কিন্তু তারা মানুষকে থামাতে ব্যর্থ হয়েছে। একইভাবে, পরিবহন পরিষেবা স্থগিত হোক বা না হোক গণতন্ত্রের দাবিতে খুলনার সমাবেশে জনগণ যোগ দেবে।’
তিনি আরও বলেন, ময়মনসিংহের জনসভায় ট্রলার, নৌকা, রিকশাযোগে ও পায়ে হেঁটে মানুষ এসেছেন।
‘এমনকি, অনেক রিকশাচালক তাদের (বিএনপি নেতাকর্মী) কাছ থেকে ভাড়া নেয়নি। এটাকে বলে জনগণের অংশগ্রহণ। এমনকি, আমরা কোনও হরতাল, কারফিউতে থমকে যাবো না। কারণ আমরা সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে সেখানে (খুলনায়) উপস্থিত থাকব।’
বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে বলে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, আওয়ামী লীগ এখনও তার কোনও কথা বা প্রতিশ্রুতি পালন করতে পারেনি।
‘তারা যা বলে তার উল্টোটা করে। তাই আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনও কারণ নেই।’
এর আগে বিশ দলীয় জোটের শরীক জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় পৃথক দুটি বৈঠক করেন ফখরুল।