শনিবার সকাল ৬টার দিকে নগরীর রয়েল মোড়স্থ ফাল্গুনি পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, গোয়েন্দা পুলিশ মাওলানা আবুল কালাম আজাদকে রয়েল মোড় থেকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর কররা হয়েছে।
তিনি জানান, গত ১০ অক্টোবরের দায়েরকৃত নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে এই জামায়াত নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি ও মিডিয়া উইং প্রধান সোনালী সেন বলেন, একাধিক নাশকতা মামলায় জামায়াত নেতাকে ভোরে নগর ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাওলানা আবুল কালাম আজাদ ইতোমধ্যে আদালত থেকে সব মামলার জামিন নিয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলার ওয়ারেন্টও নেই।
তিনি বলেন, সোনাডাঙ্গা থানায় পুলিশের দায়েরকৃত বহুলালোচিত ‘গায়েবি মামলায়’ তাকের গ্রেপ্তার দেখানো হয়েছে।