‘নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেন।’ বুধবার রংপুরের জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় জনগণের কাছে এভাবেই ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের উন্নতির জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত।’
এসময় সমাবেশে আসা জনতা উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।
আরও পড়ুন: বিএনপির ‘সহিংসতার’ বিরুদ্ধে ১৪ দলের সপ্তাহব্যাপী কর্মসূচি
রংপুর জিলা স্কুল মাঠে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ জনসভাটির আয়োজন করে। জনসভার মাঠ পূর্ণ হয়ে আশেপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী ও উৎসাহী জনতার ঢল নেমে জনসমুদ্রে পরিণত হয়।
নৌকা আকৃতির বিশাল মঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘নৌকা জিতলেই দেশের উন্নয়ন হয়। কৃষকদের অবস্থার পরিবর্তন আনে, প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করে, দেশকে এগিয়ে নিয়ে যায়।’
শেখ হাসিনা বলেন, তিনি তার পরিবারের বাবা-মা, ভাইসহ সবাইকে হারিয়েছেন।
আরও পড়ুন: আ. লীগ কখনো জনগণকে ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী
তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘প্রয়োজনে আমার বাবার মতো আমিও বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার জীবন উৎসর্গ করব।’
তিনি ব্যানার-দোলান ও স্লোগান-স্লোগানে মুখরিত জনতার কাছে জানতে চান- ‘আপনারা কি নৌকায় ভোট দেবেন? দয়া করে আমাকে বলবেন।’
জনতা ‘হ্যাঁ’ বলে তাদের হাত তুলে এবং প্রধানমন্ত্রীর প্রতি তাদের ধন্যবাদ জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, সড়কে খেলা হবে। আমরা আমরা রাজপথে এবং নির্বাচনে তাদের (বিরোধী দল বিএনপি) মোকাবিলা করব।
আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির গভীরে গেঁথে যাওয়ায় দেশ থেকে পালিয়ে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
জনসভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম সায়াদত হোসেন বকুল, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশেকুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ রংপুরে