বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নয়, একটি অদৃশ্য শক্তি এখন দেশ পরিচালনা করছে।
তিনি বলেন, 'তারা(আওয়ামী লীগ) কি আসলেই দেশ পরিচালনা করছে? তারা দেশ পরিচালনা করছে না... এটি একটি অদৃশ্য শক্তি যারা এখন দেশ চালাচ্ছে।’
সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, সেই অদৃশ্য শক্তির ইশারায় ক্ষমতাসীনরা মানুষের অধিকার কেড়ে নিয়েছে।
সরকার রাজনীতিকরণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্র ও পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা আক্ষেপ করে বলেন, যারা ক্ষমতাসীন দলের নয় তারা সরকারের কাছ থেকে কোনো চাকরি বা সুযোগ-সুবিধা পায় না।
তিনি বলেন, এমনকি ক্ষমতাসীন দলের সদস্যদেরও ঘুষ দিয়ে তাদের চাকরি নিশ্চিত করতে হয়। ‘এমনকি একজন স্কুল পিয়নের চাকরির জন্য কমপক্ষে ১৫ লাখ টাকা দিতে হয়। তারা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’
আরও পড়ুন: উপজেলা নির্বাচন প্রমাণ করে জনগণ এই সরকারের সঙ্গে নেই: মান্না
খালেদা জিয়া, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (১১ মে) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল এ সমাবেশের আয়োজন করে।
সরকার একতরফা নির্বাচন করে নতুন নতুন কৌশল অবলম্বন করে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, 'এবার তারা ডামি নির্বাচন চালু করেছে। এটা ঠাট্টা-বিদ্রুপ ও প্রহসনে পরিণত হয়েছে।’
তিনি আওয়ামী লীগকে সতর্ক করে বলেন, হিটলার, এরশাদ, আইয়ুব খানসহ কোনো স্বৈরাচারী সরকার জনগণকে দমন ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
বিএনপি নেতা বলেন, ‘এ দেশের মানুষ হচ্ছে যোদ্ধা ও বিদ্রোহী, যারা সব সময় সবকিছু মেনে নেয় না। আন্দোলন সাময়িকভাবে গতি হারাবে বলে মনে হতে পারে। আবার নতুন করে আন্দোলন শুরু হবে।’
তিনি বলেন, সরকার দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে বলে জনগণের দাবির বিষয়ে ন্যূনতম চিন্তিত নয়।
তিনি বলেন, ' আমরা বলছি এখনো সময় আছে। দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই ক্ষমতাচ্যুত করতে জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।’
আরও পড়ুন: বিদেশি শক্তির ‘দালালি’ করে ক্ষমতায় থাকা যাবে না: গয়েশ্বরের হুঁশিয়ারি