বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল বক্তব্য ও ভিডিও কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) হাইকোর্টের দেয়া আদেশের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণের রায়। হাইকোর্টের দুই বিচারপতি তাদের আওয়ামী চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে এ আদেশ দিয়েছেন।’
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী সুপ্রিম কোর্টের 'অন্যায্য' আদেশ প্রত্যাখ্যান করেন। ‘আমি এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিবাদের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ।’
বিএনপি নেতা অভিযোগ করেন, সরকার ইউটিউব, ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম থেকে তারেক রহমানের বক্তব্য সম্বলিত সব বক্তব্য ও ভিডিও সরিয়ে দিয়ে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্মূল করতে চায়। এ ক্ষেত্রে শেখ হাসিনা আদালতকে ব্যবহার করছেন এবং বিচারপতিরা শেখ হাসিনার চেতনায় অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছেন।
আরও পড়ুন: ব্রিকসে প্রবেশের 'ব্যর্থতা'কে বিএনপি কীভাবে দেখছে
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল বক্তব্য, ভিডিও বক্তব্য ও কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিজভী বলেন, রুল নিষ্পত্তির জন্য বেঞ্চ পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হলেও তা উপেক্ষা করে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ‘এটা ন্যায়বিচারের সম্পূর্ণ উপহাস। এ ধরনের আদেশের নামে এটাও প্রহসন।’
তিনি বলেন, হাইকোর্টের এই আদেশের পর শেখ হাসিনার সরকারের অধীনে বিচার বিভাগের উপর জনগণের কোনো আস্থা থাকবে না। আদালতের এ ধরনের অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট রায় নজিরবিহীন, যেসব দেশে আইনের শাসন নেই এবং ফ্যাসিবাদ বিরাজ করছে।
বিএনপি নেতা অভিযোগ করেন, সরকার আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতির উপর নিয়ন্ত্রণ রাখছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করছে।
তিনি আরও বলেন, 'আমরা শুনেছি, আদালত হচ্ছে জনগণের, দুর্বল ও নিপীড়িতদের শেষ আশ্রয়স্থল। কিন্তু আজ আমরা একই আদালতকে শেখ হাসিনা ও আওয়ামী নিপীড়নের শেষ ঘাঁটি হিসেবে কাজ করতে দেখছি।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারেকের বক্তব্য মুছে ফেলতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ