জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে বিভাগের সাবেক অধ্যাপক নাট্যকার আফসার আহমদের ৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আয়োজনে এই জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ‘আঁরা রোহিঙ্গা’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু
বিভাগের সভাপতি অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, অধ্যাপক আফসার আহমদের জীবন ও কর্মগুলোকে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। শুধু এখানেই নয়, গ্রামেও তার লেখা নাটক, কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এ সব আয়োজনের মাধ্যমে দিয়ে আমরা দেশীয় সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরতে চাই।
আরও পড়ুন: দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মাগুরায়
অধ্যাপক ড. আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহ-প্রতিষ্ঠাতা। ১৯৫৯ সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি জাবির বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে জাবিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন: আজ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ
তিনি একাধারে উক্ত বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আফসার আহমেদ একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক। তিনি ২০২১ সালের ৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।