শুক্রবার ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ইরানের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘শাবে ইয়ালদা’ (বছরের দীর্ঘতম রজনী) উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেযা নাফার ও কবি আসাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্যের কবি হাফিয শিরাজি ছিলেন অমর কবি। এখনও প্রতিবছর কবি হাফিযের বিভিন্ন গ্রন্থের নতুন নতুন সংস্করণ বাজারে আসে এবং খুব স্বল্প সময়ের মধ্যে তা বিক্রি হয়ে যায়। ইরানে এমন কোনো শিক্ষিত পরিবার নেই যাদের ঘরে হাফিযের কাব্যগ্রন্থ নেই।
তারা আরও বলেন, হাফিযের কবিতায় শেখ সাদি, ওমর খইয়াম ও মৌলানা জালাল উদ্দিন রুমি-পারস্যের এই তিন মহাকবিরই সাহিত্যকর্মের স্বাদ পাওয়া যায়। তিনি ইরানের এই তিন মহাকবির সাহিত্যকর্মের নির্যাস থেকে নতুন এক সাহিত্য জগৎ তৈরি করেছেন।
অনুষ্ঠানে কবি হাফিযের ওপর স্বরচিত কবিতা পাঠ করেন বাংলাদেশের বিশিষ্ট কবি হাসান হাফিজ। আর কবিতা আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী, শিহাব সরকার ও শাহ নেওয়াজ তাবিব।
অনুষ্ঠানে ফারসি ‘শাবে ইয়ালদা’ ও মহাকবি হাফিযের ওপর কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।