প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের ডি-ফ্যাক্টো স্বাধীনতা হয়ে গিয়েছিলো। কেননা, তখন থেকেই সারাদেশ বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছিলো।
তিনি বলেন, বাংলাদেশের অসহযোগ আন্দোলন গোটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত যে শান্তিপূর্ণ আন্দোলনকে উপেক্ষা বা দমনের চেষ্টা করলে সেটা ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হয়।
সোমবার ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে ‘স্বাধীনতার ঘোষণাপত্র: ১০ই এপ্রিল ১৯৭১ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম’- শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইতিহাসের ঘটনাবলী পরস্পর সম্পর্কযুক্ত বিধায় সকল বিষয় ও সময়ের সমন্বয়ে ধারাবাহিক বিশ্লেষণ একান্ত প্রয়োজন।
ইতিহাস বিকৃতি রোধের প্রতি সবিশেষ গুরুত্ব দেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এই কনফারেন্সে ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্মকথা’- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিলিয়ার চেয়ারম্যান ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
মূল প্রবন্ধের ওপর সুদীর্ঘ আলোচনার এক পর্যায়ে ব্যারিস্টার আমীর-উল ইসলাম দাবি জানান, স্বাধীনতার এই ঘোষণাপত্রকে বাংলাদেশের ‘জন্ম সনদ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ১০ই এপ্রিলকে ‘রিপাবলিক ডে’ ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী আয়োজক প্রতিষ্ঠান বিলিয়াকে বিশেষভাবে ধন্যবাদ দেন।
তিনি বলেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম কর্তৃক রচিত ও উপস্থাপিত প্রবন্ধের মধ্য দিয়ে অনেক অজানা তথ্য বেরিয়ে এসেছে, যা সকলের জ্ঞানকে সমৃদ্ধ করবে।
বিমসটেক এর প্রাক্তন উপদেষ্টা, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কনফারেন্সের স্বাগত বক্তা, বিলিয়ার অনারারি সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, গত শতাব্দীতে বাংলাদেশই একমাত্র রাষ্ট্র, যেটা সফলভাবে ইউনিলেটারাল ডেকলারেশন অব ইন্ডিপরন্ডেন্স (ইউডিআই) এর চর্চা করতে পেরেছে।
তিনি বলেন, আইনগতভাবে জনগণই হচ্ছে বাংলাদেশের মালিক পক্ষ। অতএব, আর দেরি না করে দৈনন্দিন জীবনে নিজেদের মালিকানা প্রয়োগ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন স্বাগত বক্তা।