বার্ধক্যজনিত নানা জটিলতা থাকায় রবিবার সকালে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৮টা ৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বেঙ্গল বইয়ের অপারেশনস ম্যানেজার গোলাম সরোয়ার ফারুকী ইউএনবিকে বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের হাসনাত স্যার আজ সকালে মারা গেছেন।’
রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে। সেখান থেকে মরদেহ ছায়ানটে নিয়ে যাওয়া হবে।
ফারুকী বলেন, ‘আসরের নামাজের পর বায়তুল আমান জামে মসজিদে জানাজার নামাজের পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।’
ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন, বোর্ড সদস্যসহ অনেকেই হাসনাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।