ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামত করেছে স্থানীয় যুবকরা।
বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার-আব্দুল্লাহপুর সড়কের প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হয়।
আরও পড়ুন: রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!
আব্দুল্লাহপুর উন্নয়নমুখী যুবসংঘের সহ-সভাপতি মো. হান্নান ভূঁইয়া লিটন জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে সংগঠনের সকল সদস্যরা মেরামত কাজে অংশগ্রহণ করে। সবাই মিলে একযোগে কাজ করায় দুপুর ২টার মধ্যেই কাজ শেষ হয়।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, ‘স্থানীয় যুবকরা স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছে। তাদের জন্য আমার সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: পাকা রাস্তা চায় দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা চিলাইপাড় এলাকাবাসী
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় এবারের বর্ষায় রাস্তাটির অবস্থা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বের এই ক্ষতিগ্রস্ত রাস্তাটি পাকা করা হোক।