চাঁপাইনবাবগঞ্জে হামলা চালিয়ে মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি ও ৭ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্টু রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে আসার সময় সন্তোষপুর বাজার এলাকায় মিন্টু রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের এসআই মামুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।