আসন্ন ঈদুল ফিতরের ছুটি বাতিল করে সুন্দরবনে কর্মরত বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে ঈদের ছুটিতে টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে কৃর্তপক্ষ।
আরও পড়ুন: সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতি বছর ঈদের সময় এক শ্রেণির চোরাকারবারীরা সুন্দরবনের গাছ কেটে পাচার করে। এছাড়া হরিণ শিকার ও নিষেধাজ্ঞা থাকা এলাকায় মাছ শিকার করে। এ বছর যাতে সেই সুযোগ কাজে লাগাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বন বিভাগ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনের শিকারি চক্র
খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, অন্যান্য বছর ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ছুটিতে বাড়িতে যায়, আরেকটি অংশ বন পাহারা দেয়। এ বছর সবাইকেই কর্মস্থলে থাকার এবং টহল জোরদার করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য সরকারি নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন: করোনা: অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ