কক্সবাজারকক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খালে ভাসতে থাকা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) রাত ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সানাউল্লাহ (৪০) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর বলেন, খবর পেয়ে গলাকাটা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহত হন। তারা সবাই আরসা'র সদস্য বলে ধারণা করছে পুলিশ।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি আরসা'র পাঁচ সদস্য নিহতের ওই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে আমির জাফর বলেন, এটি ভিন্ন ঘটনা। তবে ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহত যুবক কোনো গ্রুপের সদস্য ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার ভোরের সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবককে অপহরণ ও হত্যার অভিযোগ