সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ দিন থেকে গ্রামের মোল্লা বাড়ি ও পশ্চিম পাড়ার সংযোগ সড়কে নলুয়া খালের শাখা খালের ওপর সেতুটি নির্মাণের দাবি উঠেছে। গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিদিন ওই স্থানের বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
আরও পড়ুন: কাঠ বোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল দীঘিনালা বেইলি সেতু
সাঁকো সংলগ্ন বাড়ির বাসিন্দা রবিউল হক জানান, দেশ স্বাধীনের আগে থেকে এখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রতি বছর সাঁকো স্থানীয়দের সহযোগিতায় সংস্কার করা হয়। সাঁকো থেকে পড়ে প্রায় সময় শিশু ও বয়স্করা আহত হচ্ছেন। এই ইউনিয়নে আর কোথাও বাঁশের সাঁকো নেই। এখানে নলুয়া খালের শাখার খালের ওপর একটি সেতু নির্মিত হলে মানুষের দুর্ভোগ কমবে।
আরও পড়ুন: তাহিরপুরে সেতু ভেঙে পারাপারে ভোগান্তি
মোল্লা বাড়ির বাসিন্দা ইমাম হাছান মোল্লা খোকন বলেন, নলুয়া খালের শাখার খালের ওপরে নির্মিত সাঁকো দিয়ে চলাচলে মানুষজন ভোগান্তিতে পড়ছেন। একটি সেতু নির্মিত হলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।
এসময় মোল্লা বাড়ি সংলগ্ন তপইয়া থেকে মনপাল হয়ে ও রাজাপুর কাঁচা সড়কটি পাকাকরণের দাবি জানান তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধে ধস, নেই সংস্কারের উদ্যোগ
স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, মনপাল গ্রামের একাধিক সড়ক পাকাকরণ হয়েছে। আরো কিছু অংশের কাজ চলছে। বরাদ্দ পেলে বাকি সড়ক ও সেতুর কাজ করা হবে।