একদিন বন্ধ থাকার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা চালু হয়।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা থাকার কথা থাকলেও তা বন্ধ ছিল। তবে মঙ্গলবার সকাল ১০টায় টিকিট কাউন্টার চালু হয়। এতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের।
একাধিক রোগী ও তার স্বজনরা বলেন, সোমবার চিকিৎসা নিতে এসে ব্যর্থ হয়েছি। তখন শুনেছি চিকিৎসকরা নাকি কর্মবিরতিতে আছে। মঙ্গলবার সকালে আসলে পরেও একই অবস্থা দেখতে পাই। নিরুপায় হয়ে ডাক্তারের রুমের সামনে দাঁড়িয়ে আছি। কারণ আমরা বহির্বিভাগের টিকিট কিনতে পারি নাই। পরে দুই ঘণ্টা পরে আবার টিকিট বিক্রি শুরু করছে। আমরা এ ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চাই।
এদিকে সকাল ১০টার পর বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মধ্যে।
শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইম এম সাইফুল ইসলাম বলেন, ‘চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার স্বল্প পরিসরে সেবা চালু করা হয়েছে। পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন তাদের সেবা দেওয়া হচ্ছে।’
তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে বলেও জানান তিনি।