স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা তৈরিতে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক।
বুধবার (২৩ আগস্ট) বিকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছি। বিশ্বব্যাংকের বাংলাদেশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের করোনার টিকা তৈরির উদ্যোগকে প্রতিনিধিদল স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে আমাদের সাহায্য-সহযোগিতা করার কথা বলেছেন। এরই মধ্যে আমরা অর্থায়নের প্রতিশ্রুতিও পেয়েছি।
তিনি বলেন, ভ্যাকসিন প্ল্যান্টের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছি। প্রয়োজনে আরও চাইব। সরকারও এ বিষয়ে অর্থায়ন করবে। জমি কিনেছি, বাকি কাজও চলমান। ডিডিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করেছি, এটি পাস করতে একনেকে নিয়ে যাব।
আরও পড়ুন: স্যালাইন উৎপাদনে হিমশিম খাচ্ছে ওষুধ কোম্পানিগুলো: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ স্থানীয় জনগণকে বিশ্বব্যাংক সহায়তা করছে এবং করে যাবে। সহায়তার পরিমাণও বাড়ানো হবে।
মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন তৈরিতে পাঁচ বছরে ২৭ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এরমধ্যে বাংলাদেশ সরকার ২২ বিলিয়ন ব্যবস্থা করবে। মাল্টিসেক্টরাল ফান্ডিংয়ে আমরা বলেছি পাঁচ বিলিয়ন লাগবে। এ পর্যন্ত উনারা প্রতিশ্রুতি দিয়েছে পর্যায়ক্রমে পাঁচ বিলিয়ন ডলারে নেওয়ার চেষ্টা করবে। এরই মধ্যে দুই থেকে আড়াই বিলিয়নের প্রতিশ্রুতি হাতে আছে। বাকিটা তারা ধীরে ধীরে আগামী পাঁচ বছরে ব্যবস্থা করবে।
আরও পড়ুন: প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী