কুমিল্লা, ০৩ এপ্রিল (ইউএনবি)- মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে কুমিল্লায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে, বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯২ জনের করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও তিন জন নারী।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ: ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৭৮ জনই সিটি করপোরেশন এলাকার। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৫৫ বছর থেকে ৭০ বছর। জেলায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯৬ জনের। নতুন ৯২ জনকে নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২ জন।
আরও পড়ুন: করোনা: অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ
করোনার দ্বিতীয় ঢেউ: ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ চট্টগ্রাম চিড়িয়াখানা
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ: ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার