স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে আসাদ তার পরিবারের সদস্যদের সাথে ঘুমাতে যান। তবে বৃহস্পতিবার সকাল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আসাদের দ্বিতীয় ছেলে তোফাজ্জল বাড়ি ফিরে এসে তাদের না পেলে ঘটনাটি প্রকাশ পায়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, খবর পাওয়ার পরে পুলিশের একটি দল তদন্তের জন্য আসাদের বাড়িতে যায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন ভুক্তভোগীর বাড়ির পেছনে মাটির নিচে ঢাকা অবস্থায় একটি হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে, বলেন এসপি।
জমিজমা নিয়ে বিরোধ বা পারিবারিক কলহের জের ধরে দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে বলে পুলিশের সন্দেহ।
এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ আসাদের ভাই দীন ইসলাম, দুই বোন নাজমা ও জুমেলা এবং ভুক্তভোগীর ভাগ্নে আল-আমিনকে আটক করেছে।