কুমিল্লা নগরীর সংরাইশে নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আবদুল মতিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মতিন ওই এলাকার মৃত মনা মিয়ার ছেলে। তিনি কুমিল্লার চকবাজারে চাল ব্যবসায়ী ছিলেন।
সোমবার সকালে আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে সকালে তার মৃত্যু হয়।
এর আগে রবিবার সন্ধ্যায় নগরীর সংরাইশ শিশু উদ্যান এলাকায় ওই ইভটিজিংয়ের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এক নারীকে উত্ত্যক্তের বিষয়ে প্রথমে নিহত মতিনের ভাতিজা অভিযুক্ত আলামিনের বন্ধুকে বাধা দেয়। এর সূত্র ধরে আলামিন ও তার সহযোগিরা মতিনের বাড়িতে হামলা চালায়।
এসময় মতিন, তার ছেলে এবং ভাতিজা আহত হন। গুরুতর অবস্থায় মতিনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযুক্ত আলামিন সংরাইশ এলাকার ইদু মিয়ার ছেলে।