কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার ভোর রাত পৌনে ৪টার থেকে ৪টা মধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক এবং কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামানিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামানিক (৪০), ইনতা সর্দ্দার (৪৬) ও নঁওগার শাপাহার থানার তাতেল গ্রামের মফিজুলের ছেলে এমদাদুল (৪২)।
আরও পড়ুন: আগস্টে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানিয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর থেকে স্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে ব্যাপারীরা কাঁচামাল কিনতে কুমারখালীর আলাউদ্দিন নগর আসছিলেন। ভোর রাত পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ভটভটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
এছাড়া একই সময়ের কাছাকাছি কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের মহিষাডাঙ্গায় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ছয়জন আহত হন। আহতদেরকে করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুটি দুর্ঘটনাই ট্রাকের সঙ্গে ঘটেছে। ভোররাতে অন্ধকারে চালকরা দেখতে না পেয়ে অন্য যানবাহনের সাথে ধাক্কা দেয়।
ওসি জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।