কুড়িগ্রামের ধরলা সেতু সংলগ্ন ট্যানারীপাড়ায় ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধরলা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর সাদমান সাদিক (১৬) ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর আহত অপর আরোহী হিমু সরকার (১৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা উভয়েই আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করত।
জানা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে দুই কিশোরের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় ১ জনের মৃত্যু
নিহত সাদমান সাদিক কুড়িগ্রাম পৌরএলাকার পলাশবাড়ী বাণিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। আর হিমু সরকার শহরের গাড়িয়ালপাড়ায় ভাড়া বাসায় বসবাসকারী নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামে এলজিইডি'র একটি প্রকল্পে কর্মরত।
নিহতের বন্ধু সাইনান জানায়, হিমু তার মোটরসাইকেল নিয়ে সাদমান সাদিকসহ ধরলা সেতুতে বেড়াতে যাওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।