এমন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। নিজস্ব ল্যাবে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার।
মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান।
কুড়িগ্রাম পৌরসভার পৌর মেয়র আব্দুল জলিল, কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল ও মুজিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহ্বায়ক হুমায়ুন কবির সূর্য প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
দেশের এ সংকটে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
এ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাব হোসেন ও হাসানুর রহমান জানান, শিক্ষার্থী এবং তিনজন শিক্ষক একসাথে সোমবার থেকে কাজ শুরু করেছেন। মঙ্গলবার তারা হ্যান্ড সানিটাইজার উৎপাদনে গেছেন।
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে ২০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। আমারা দুই হাজার বোতল প্রস্তুতের পরিকল্পনা নিয়েছি।
বাজারে স্প্রে-বোতলের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ইথানল, হাইড্রোজেন পার অক্সাইড ও গিøসারোল দিয়ে ডবিøউএফডি’র নির্দেশনা ও ফর্মূলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজারগুলো তৈরি করছি। প্রতিটি বোতল তৈরিতে আমাদের ৫০ টাকা খরচ হচ্ছে।