ঢাকার কেরাণীগঞ্জ থেকে মাথাবিহীন অজ্ঞাত এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালীগঞ্জ তৈরি পোষাক মার্কেটের গলিতে লাশ পড়ে থাকার খবর জানায়।
পরে শনিবার ভোরে পুলিশ ওই লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, কে বা কারা রাতের আধারে মাথাবিহীন নারীর লাশটি ফেলে রাখে যায়। শনিবার সকালে এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
নারীর পরিচয় উতঘটনসহ অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।