ঢাকার কেরানীগঞ্জে বিদেশি অস্ত্র বহন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের বিল কাঠুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুর আলম দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কলমিভিটা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: শাহবাগে ডিবির অভিযানে ৯০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নুর আলম তার কয়েকজন সহযোগীকে নিয়ে এলাকায় অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন। খবর পেয়ে ওই রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে এবং নুর আলমকে গ্রেপ্তার করে।
ওসি জানান, নুর আলমের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছে।