সিলেটের কোম্পানীগঞ্জে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙা গ্রামে শনিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিলেট নগরী থেকে ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে।
তবে নিহতের স্বজনদের অভিযোগ,স্বামী মোশাহিদ আলী পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন।
নিহত হাসিনা বেগম (৩৫) ওই এলাকার মোশাহিদের স্ত্রী।
হাসিনা বেগমের ফুফাত ভাই শিব্বির আহমদ অভিযোগ করেন, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীকে সমর্থন নিয়ে স্বামী মোশাহিদ ও স্ত্রী হাসিনা বেগমের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে ১৫ দিন আগে স্ত্রীকে নির্যাতন করে স্বামী মোশাহিদ।
আরও পড়ুন: পারিবারিক বিরোধে পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’, স্বামী আটক
তিনি অভিযোগ করেন, সালিশে বিষয়টি মীমাংসা হয়। নিহত হাসিনা বেগমের চাচা বর্তমান মেম্বার এক পর্যায়ে নির্বাচন থেকে সরে যান। কিন্তু, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেন স্বামী। কিন্তু স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান জানান, গলা কেটে গেছে এবং ফাঁসের চিহ্ন আছে। তাই, প্রাথমিকভাবে মনে হয়েছে হাসিনা বেগম আত্মহত্যা করেছেন। তবে, এটি হত্যা কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, মোশাহিদ আলীকে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট নগরের দর্শনদেউড়ি থেকে আটক করেন নিহতের স্বজনরা। এরপর তাকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
আরও পড়ুন: শিবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
এ বিষয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, শনিবার বিকালে মোশাহিদকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল আহমদ জানান, নিহতের পরিবার থেকে এখনও মামলা হয়নি। আটক মোশাহিদকে থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে গ্রেপ্তার দেখানো হবে।