খুলনার বটিয়াঘাটায় নির্যাতনের শিকার নারী ফুটবলারদের পাশে থাকার কথা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৪ আগস্ট) খুলনা -২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দীন জুয়েল নারী ফুটবলারদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নারীরা যে মাঠটিতে প্রশিক্ষণ নেয় সেই মাঠটি সংস্কার করা হবে এবং একটি ফুটবল অ্যাকাডেমি নির্মাণ করা হবে।
আরও পড়ুন: নারী ফুটবলারদের মারধর: মামলা তুলে নিতে অ্যাসিড নিক্ষেপের হুমকি
ভুক্তভোগী ফুটবলার সাদিয়া নাসরিন বলেন, প্রধানমন্ত্রী নারী ফুটবলারদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
এসময় সালাউদ্দিন জুয়েলের সঙ্গে খুলনার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বটিয়াঘাটা তেতুলতোলা গ্রামে নারী ফুটবলারদের নির্যাতন করা হয়।
বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির জানান, প্রতিদিন পুলিশ ওই গ্রামে টহল দিচ্ছে। মেয়ে ও তাদের অভিভাবকদের বলেছি, কোনো সমস্যা মনে করলে সঙ্গে সঙ্গে জানাতে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।