খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, প্রথিতযশা কর আইনজীবী, সিনিয়র রোটারিয়ান মনিরুল হুদা মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বৃদ্ধ বয়সে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
পঞ্চাশের দশকে দৈনিক পাকিস্তান পত্রিকার (বর্তমান দৈনিক বাংলা) মাধ্যমে সংবাদপত্র জগতে প্রবেশ করেন মনিরুল হুদা। তিনি অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরও নেতৃত্ব দিয়েছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে খুলনার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।