খুলনায় বুধবার (২৪ জানুয়ারি) এবং বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি।
বুধবার (২৪ জানুয়ারি) ভোরে খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) খুলনার সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় খুলনার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
খুলনা আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা আমিরুল আজাদ জানান, মঙ্গলবার সকাল ৯টায় খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকালে তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিদ্যালয় চালুর বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, তাপমাত্রা বাড়লেও উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এজন্য আজ বুধবার ও বৃহস্পতিবার খুলনার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।