কৃষি বিপণন অধিদপ্তর খুলনার জেলা মার্কেটিং অফিসের সহযোগিতায় বুধবার থেকে চালু হয়েছে দোকানটি। টাটকা সবজি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে এখানে।
নগরীর শেরে বাংলা রোডের নিরালার নির্জন আবাসিক এলাকায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত দোকানটি ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ অ্যাপ এবং অনলাইন শপ ‘সংসার’র ব্যবস্থাপনায় পরিচালনা করছেন রুয়েল ইসলাম।
খুলনা জেলা মার্কেটিং কর্মকর্তা আব্দুস সালাম তরফদার জানান, সময়ের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ব্যক্তিক্রমধর্মী এ সেবাটি চালু করা হয়েছে। সততা, নিষ্ঠা ও দায়িত্বের সাথে সঠিকভাবে পরিচালনা করা গেলে এর মাধ্যমে ক্রেতারা উপকৃত হবেন। পর্যায়ক্রমে নগরীতে এ ধরনের দোকান আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আব্দুস সালাম বলেন, ‘মানুষ এখন অনেক ব্যস্ত। যান্ত্রিক জীবনযাপনের কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় পছন্দের তরতাজা শাক-সবজি ও মাছ খেতে পারেন না। পরিষ্কার করা ও পছন্দসই কিনতে পারাটাও ঝামেলা। মূলত, তাদের জন্যই টাটকা সবজি ও নিত্যপণ্যের দোকান সর্বাধিক কার্যকরী। এখানে শাক-সবজির সাথে দেশি ও সামুদ্রিক মাছের চমৎকার প্যাকেট থাকবে। ক্রেতারা নির্দিষ্ট বাক্সে নির্ধারিত মূল্য রেখে পছন্দের প্যাকেটটি নিজেই নিয়ে নিতে পারবেন ‘
দোকানের পরিচালক রুয়েল ইসলাম বলেন, ‘এ দোকান উন্নত বিশ্বের আদলে পরিচালিত হবে। ব্যস্ত নাগরিক জীবনে একটু স্বস্তি দেয়াই এর মূল উদ্দেশ্য। এখানে ফুলকপি+আলু+টেংরা মাছের প্যাকেট থাকবে, যার মূল্য ৬০ থেকে ৭০ টাকা, লাউশাক+চিংড়ি ৪০ থেকে ৫০ টাকা, পালংশাক+টেংরা/চিংড়ি/টাকি মাছ বিক্রি হবে ৪০/৫০/৬০ টাকা দরে। এছাড়া লাউ+চিংড়ি, শিম+আলু+মাছ ছাড়াও ভর্তার নানা উপকরণ থাকবে।’