খুলনার ফুলতলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা শেখ মুজিবুর রহমানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা আশরাফুল আলম ওরফে কুতুব উদ্দিনের বিরুদ্ধে।
এ সময় গুরুতর আহত হন নিহতের স্ত্রী পুষ্প বেগম (৩৮) ও তার ছেলে হাফেজ মো. মিরাজুল ইসলাম (১৮)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মুজিবুর রহমানের সঙ্গে তার আপন ভাইয়ের ছেলে কুতুব উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজা কুতুব দেশীয় হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের ওপর হামলা চালায়।
এসময় মজিবুরের স্ত্রী ও ছেলে তাকে ঠেকাতে গেলে তারাও আহত হন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই মুজিবুরের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের নিয়ে খুমেক হাসপাতালে ভর্তি করেছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।