খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপউপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্যের নিকট পদত্যাগপত্র জমা দেন তারা।
কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন ভারপ্রাপ্ত উপাচার্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: পদত্যাগ করলেন চবি উপাচার্য
ড. মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেন।
অপরদিকে উপউপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে উপউপাচার্য পদ থেকে অব্যাহতি চাচ্ছি।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও ৭ জন সহকারী পরিচালকের পদত্যাগ