গাজীপুরের চন্দ্রাতে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান ও ২টি কলোনির বেশ কিছু ঘর।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডাক্তার বাড়ি মোড় এলাকায় (শনিবার) বিকাল ৫টার দিকে একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কুড়িগ্রামে আগুনে বসতঘরসহ গরু পুড়ে ছাই
তিনি আরও বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় আগুন পার্শ্ববর্তী ২টি কলোনিতে ছড়িয়ে পড়ে।
এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস পৌনে এক ঘণ্টার চেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে পুড়ে যায় একটি পিকআপভ্যান, ওষুধ ও মুদিসহ ১০টি দোকান ও ২টি কলোনির বেশ কিছু ঘর।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরও পড়ুন: ঢাকার হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে