গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান।
তিনি বলেন, টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
ইকবাল হাসান আরও বলেন, কারখানার ভেতরে একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুদ করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
আরও পড়ুন: চট্টগ্রামের তুলাতুলি বস্তিতে আগুনে পুড়ল ৩০ ঘর
চট্টগ্রামে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক